পাথরঘাটায় ২লাখ মিটার অবৈধ জালসহ ২ জেলে আটক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারী ২০১৯

পাথরঘাটায় ২লাখ মিটার অবৈধ জালসহ ২ জেলে আটক
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে জিনতলা থেকে ২লাখ মিটার অবৈধ খুটা জালসহ দুই জেলে ও একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের সদস্যরা। রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়েছে। পরে বিকেল ৪টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ভ্রাম্যমান আদালতে দুই জেলেকে ৫ম টাকা করে মোট ১হাজার টাকা জরিমানা করে জালগুলো পুরে ফেলার নির্দেশ দেন।

আটককৃত জেলে হলো, পাথরঘাটা সদর ইউনিয়নের পূর্ব বাদুরতলা গ্রামের মো. লালমিয়ার ছেলে মো. সহিদ (২৮) ও খলিলুর রহমান (২৬)।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম জহুরুল ইসলাম জানান, তাদের নিয়মিত অভিযানকালে বিষখালী নদীর জিনতলা থেকে ২লাখ মিটার অবৈধ খুটা জাল, দুই জেলে ও একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ২ জেলেকে ১হাজার টাকা জরিমানা করে জালগুলো পুরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে এবং জব্দ ট্রলারটি মুচলেখার মাধ্যমে ছেরে দেয়া হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)