পটুয়াখালীতে বাস উল্টে নিহত ১, আহত ৩৫

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৮ ফেব্রুয়ারী ২০১৯

বাস উল্টে নিহত ১পটুয়াখালী যাত্রীবাহী বাস উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস বরগুনা জেলার আমতলী উপজেলার কালী গ্রামের উপেনদাসের ছেলে।

আহতরা হলেন- গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী অরজিতা, আল রিমা, ছোয়া মনি, অরিফা, তুর্ন, স্নেহা, অর্না, বুশরা, প্রিয়ন্তি, রোদেলি ও জয়ন্তসহ ১১ শিক্ষার্থী। এছাড়া জেলা বিভিন্ন স্থানের আহতরা হলেন রোসনে আলী, আল আমিন মল্লিক, রশিদ মৃধা, দুলাল মল্লিক, কাদের মোল্লা, শাহ আলম চৌকিদার, সাহিদা বেগম, কাদের মাতবর, হেলাল, রওসন আলী, নাসরিন বেগম, তাহসীনসহ ৩৫ জন। আহতরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাাতলে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ২৫ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ক্লাসিক পরিবহন নামে বাসটি অর্ধশত যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালী আসছিল। পথে পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন। এতে আরো ২৫ জন আহত হন। তাদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)