পাথরঘাটায় কেএম স্কুল থেকে ল্যাপটপ চুরি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ৯ মার্চ ২০১৯

কেএম স্কুল থেকে ল্যাপটপ চুরিবরগুনার পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০টি ল্যাপটপ চুরি হওয়ার ঘটনা ঘটে।

শনিবার (০৯ মার্চ) দুপুরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যালয়ের আইসিটি বিভাগের ল্যাব থেকে ২০টি ল্যাপটপ খোয়া যায়। তবে কখন এ ল্যাপটপ গুলো চুরি হয়েছে তা বিদ্যালয় কতৃপক্ষ জানাতে না পারলেও বৃহস্পিতিবার বিদ্যালয় ছুটি হওয়ার পর যে কোন সময় এ চুরির ঘটনা ঘটতে পারে।

এর আগে ২০১৭ সালের ২৭ ডিসেম্বর বিদ্যালয় থেকে ৫টি ল্যাপটপ চুরি হয়েছিল। ওই বছরের ২৪ ডিসেম্বর বিদ্যালয়ের আইসিটি বিভাগের কক্ষে ২৭টি ল্যাপটপ স্থাপন করা হয়।

পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম বলেন, বিদ্যালয়ের কাজে বিএসসি শিক্ষক আব্দুর রহিমকে কিছু প্রয়োজনীয় কাগজ পত্র এবং সার্ভারের বিষয় সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানোর জন্য ল্যাবরুমে গিয়ে দেখা যায় ল্যাপটপ গুলো নেই এবং ভিতর থেকে জানালার গ্রিল ভাঙ্গা।

পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বিদ্যালয়ের ল্যাবের বাহির থেকে কোন আলামত দেখা না গেলেও ভিতরে জানালার গ্রিল ভাঙা দেখা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)