পাথরঘাটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:৫৫ পিএম, ১৬ মার্চ ২০১৯

পাথরঘাটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতবরগুনার পাথরঘাটায় মঞ্জুরুল ইসলাম গুরু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঞ্জুরুল ইসলাম গুরু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন আজাদ মল্লিক, সাবেক জাতীয় ফুটবলার ও পাথরঘাটা উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মজিবুর রহমান কালু, মো. হেমায়েত হোসেন ভুট্টো, শহিদুল ইসলাম ভুট্টো কাজী, বেলায়েত হোসেন প্রমুখ।

শনিবার বিকেলে উপজেলার পাথরঘাটা স্টেডিয়াম মাঠে পাথরঘাটা একাদশ বনাম হাতেমপুর একাদ অংশ নেয়।

তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন পাথরঘাটার হাজার হাজার দর্শক।

খেলা শুরু থেকেই দুইদল সমান ভাবে আক্রমণ করতে থাকে। কিন্তু কেউ কোন গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে হাতেমপুর ৪ গোল করে এবং পাথরঘাটা ২ গোল করে হেরে যায়।

শুরু থেকে দুই দলই বেশ কয়েকটি গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়। ফলে ৯০ মিনিটের সময়সীমা শেষ ট্রাইবেকারে ৪-২ গোলে এগিয়ে থেকে হাতেমপুর একাদশ চ্যাম্পিয়ন হয়।

পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাবির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি কাজী রফিকুল আলম, মঞ্জুরুল ইসলামের সহধর্মীনী প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)