উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির বহিষ্কার
পাথরঘাটা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মােস্তফা গােলাম কবিরকে তাঁর পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আ.লীগ।
রবিবার উপজেলা আ.লীগের বৈঠকে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
কবির পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে আ.লীগ বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
একই উপজেলায় আওয়ামী লীগের মনােনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হােসেন।
আলমগীর হােসেন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। নৌকা ও আ.লীগের বাইরে নিজেকে দলীয় প্রার্থী দাবি করার কোনাে উপায় নেই।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)