গভীর রাতে নৌকার নির্বাচনী অফিসে আগুন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৭ মার্চ ২০১৯

গভীর রাতে নৌকার নির্বাচনী অফিসে আগুনপিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর (নৌকা প্রতীক) নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার দীর্ঘা ইউনিয়নের গোবর্দ্ধন বাজারে অবস্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অমূল্য রঞ্জন হালদারের অফিসটি পুড়িয়ে দেয়া হয়।

নৌকা প্রতীকের ওই ইউনিয়ন নির্বাচনী সমন্বয়কারী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের মোবাইল ফোনে জানান, রাত পৌনে ২টার দিকে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী দীপ্তিষ চন্দ্র হালদারের ভায়রাভাই অভিজিৎ হালদার নয়নের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল এ ঘটনা ঘটিয়েছে। এতে ওই অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, নৌকা প্রতীকের প্রার্থী অমূল্য রঞ্জন হালদারের ব্যানার, অফিসের ১০-১২টি চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে।

তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই অফিসটি ছিল নৌকা প্রতীকের স্থানীয় গোবর্দ্ধন ও বানিয়াকাঠী ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কেন্দ্র।

তবে অভিযুক্ত অভিজিৎ হালদার নয়ন এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি মো. মনিরুজ্জামান যুগান্তরকে জানান, বিষয়টি শুনেছি। যাচাই বাছাই করে জানাবো।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)