পাথরঘাটায় আনারসের কাঁটায় বিপাকে নৌকা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০১৯

পাথরঘাটায় আনারসের কাঁটায় বিপাকে নৌকা
প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বরগুনার পাথরঘাটায় দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন (দাদু)। অপরদিকে দলীয় মনোনয়ন না-পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির।

আওয়ামী লীগ দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও উপজেলার আওয়ামী লীগের সকল নেতাকর্মী দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ না-করে আওয়ামী লীগের একটি বড় অংশ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করাসহ স্বতন্ত্র প্রার্থীর আনারসের ভোটের মাঠে যোগ দিতে পারে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না-করা বিএনপি।

এতে স্বতন্ত্র প্রার্থীর আনারসের মাঠ ভাল হতে যাচ্ছে এবং আনারসের ভরা মাঠে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নৌকা চরম ভাবে ঘূর্ণিপাকে পড়ছে। জানা গেছে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা গোলাম কবিরের পক্ষে উপজেলা আওয়ামী লীগের একটি বড় অংশ কাজ করার সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি। বিএনপি দলীয় নেতাকর্মী ও ভোটররা নৌকার বিকল্প হিসেবে মোস্তফা গোলাম কবিরের আনারস প্রতীকে ভোট দিতে পারেন।

সব মিলিয়ে আনারসের চাপে নৌকা তলাতেও পারে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জানা গেছে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলমগীর হোসেন (দাদুর)’র চেয়ে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা গোলাম কবির অনেক এগিয়ে আছেন। আওয়ামী লীগ দলীয় একাধিক সূত্রে জানা গেছে দলীয় প্রার্থীর বিপক্ষে দলীয় একটি অংশ কাজ করায়ই নৌকার ভরাডুবি এবং আনারসের বিজয় হতে পারে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাব্বির হোসেনের কাছে জানতে চাইলে তিনি আওয়ামী লীগের একটি অংশ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার কথা স্বীকার করে বলেন, কতিপয় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে, তবে এতে নৌকার ওপর কোন প্রভাব পড়বে না।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)