পাথরঘাটায় কেন্দ্রে ভোটার নেই (ভিডিও)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ৩১ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৪৭ এএম, ৩১ মার্চ ২০১৯

---
৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাথরঘাটা উপজেলায় আজ রোববার (৩১ মার্চ) সকাল ৮টা ভোট গ্রহন শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পাথরঘাটা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কলেজ, ৩৪ নং পূর্ব ঘুটাবাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলা কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে কেন্দ্র সমুহে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে উপজেলা আওয়ামিলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আলমগীর হোসেন ও স্বতন্ত্র উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোস্তফা গোলাম কবির প্রতিদ্বন্ধিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে করছেন ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধিতা করছেন।

এতে মোট ১ লাখ ২০ হাজার ৭৫৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৯৯২১ এবং মহিলা ভোটার ৬০৮৩৮ জন।

এর মধ্যে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ৫১টি।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনী সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাচন অফিসার মো. আইউব আলী হাওলাদার।

তিনি আরো জানান, আইন শৃংখলা রক্ষায় প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। এ ছাড়াও পুলিশের পাশাপাশি রয়েছে, র‌্যাব ও বিজিবি এবং আন্সার ভিডিপি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)