শুভ জন্মদিন মহীয়সী নারী (নাসিমা ফেসদৌসী)

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ৩ এপ্রিল ২০১৯ | আপডেট: ০৮:৩১ পিএম, ৩ এপ্রিল ২০১৯

শুভ জন্মদিন মহীয়সী নারী (নাসিমা ফেসদৌসী)
আজ সেই মহয়সী নারীর জন্মদিন। জীবন চলার বাধ ভেঙ্গে জীবন যুদ্ধে হার না মানা এক যোদ্ধার নাম নাসিমা ফেরদৌসী। শুভ জন্মদিন দিন দক্ষিনের পথভ্রষ্ট মানুষের আশ্রয় স্থল (নাসিমা ফেরদৌসী সাবেক এমপি)

বাংলাদেশর সর্বদক্ষিন জনপদের বরগুনা জেলার পাথরঘাটায় ৩ এপ্রিল ১৯৬২ জন্মগ্রহণ করেন।।
তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-১৩ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে প্রথমাবস্থায় নির্বাচিত অপর ৪৭ জন সদস্যের সাথে ২০১৪ সালের ১৯ মার্চ“সংসদ সদস্য” পদে নির্বাচিত হন।

২০০৪ সালের ২১ আগস্টের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলার আহত হয়েছিলেন তিনি। দিনরাত শরীরের অসহ্য যন্ত্রণা নিয়েই থাকতে হচ্ছে তাকে শ্বাস-প্রশ্বাসে শরীরে থাকা হাজারও স্প্লিন্টার যন্ত্রণা নিয়েও দীর্ঘ ১৫ বছর অসুস্থ অবস্থায়ও পাশে থেকেছেন দক্ষিন বাংলায় অবহেলিত মানুষের। এই জনপদের আশায় আলো গরিব দূখির আশ্রয় স্থল (শুভ জন্মদিন)
ভালো থাকবেন সব সময় শুভ কামনায় (টিম পাথরঘাটা নিউজ)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)