মাদক মুক্ত পাথরঘাটা গঠনে আপনাদের সহোযোগিতা চাইঃ মোস্তফা গোলাম কবির

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১০:২৯ পিএম, ৮ এপ্রিল ২০১৯

---

বরগুনার পাথরঘাটায় মাদক বিরোধী সমাবেশ ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। গত শনিবার সকাল ১০ ঘটিকায় পাথরঘাটা থানা চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

সেখানে মাদক মুক্ত পাথরঘাটা গঠনে সকলের সহোযোগিতা কামনা করেন মোস্তফা গোলাম কবির।
তিনি আরো বলেন, মাদক মুক্ত পাথরঘাটা উপজেলা গঠন যা প্রত্যেকটি সচেতন নাগরিকের প্রত্যাশা, আমার অবস্থান থেকে সর্বোচ্চ কার্যকর ভূমিকা নেয়া হবে তবে সকলের সহযোগীতা কামনা করছি।

এ সময় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, পাথরঘাটা অরিক্ত পুলিশ সুপার বিএম আশরাফ উল্যাহ তাহের,পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, পাথরঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, বরগুনা জেলা পরিষদের সদস্য ও পাথরঘাটা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ প্রমুখ।

গোলাম মোস্তাফা কবির সহ অন্যান্য বক্তারা পাথরঘাটা উপজেলাকে মাদক মুক্ত উপজেলা ঘোষনার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)