৫ ই মে মঠবাড়িয়া উপজেলা নির্বাচন।

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১০ এপ্রিল ২০১৯

৫ ই মে মঠবাড়িয়া উপজেলা নির্বাচন।

মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত আদেশ প্রত্যহার করেছে নির্বাচন কমিশন।
স্থগিত আদেশ প্রত্যাহার করে আগামী -৫ই মে নির্বাচনের তারিখ ঘোসনা করেছে নির্বাচন কমিশন।

এর আগে আগামী ৩১ মার্চের চতুর্থ ধাপে অনুষ্ঠেয় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছিলো নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী সহিংসতার কারণে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মাদ খান এ নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনি তালুকদার প্রতিপক্ষের আঘাতে খুন হন।

এর আগেও কয়েক দফায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মামলা পাল্টা মামলা হওয়ার কারণে উত্তপ্ত হয়ে ওঠে ওই উপজেলার রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন।
আজ আবারো নির্বাচনের ঘোষণা পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের আমেজ তৈরী হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)