পাথরঘাটায় ফণী’র তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক খোকনসহ আহত ৩

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ৩ মে ২০১৯ | আপডেট: ০৩:৪০ পিএম, ৩ মে ২০১৯

আহত খোকনবরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় ফণী’র তথ্য সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক খোকন আহত হয়েছে। এ সময় তার সাথে থাকা আরো২জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে এ ঘটনা ঘটে।

অন্য আহতরা হলেন, সমাজ সেবক মেহেদী সিকদার ও পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ।

সাংবাদিক খোকন জানান, সকালেই তিনি ঘূর্ণিঝড় ফণী’র জন্য নদীর পারের মানুষকে সচেতন ও তথ্য সংগ্রহ করার জন্য বের হয়। দুপুরে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার থেকে আসার সময় তার গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তার বাম হাটু ও হাতে গুরুতর যখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)