বরগুনায় স্ত্রীকে নির্যাতন মামলায় স্বামীর ২ বছর কারাদন্ড

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৪:১৫ এএম, ৯ মে ২০১৯

বরগুনায় স্ত্রীকে নির্যাতন মামলায়  স্বামীর ২ বছর কারাদন্ড
যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে দোষী সাব্যাস্ত করে স্বামীকে দুই বছর সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক মো. হাফিজুর রহমান।

বুধবার (৮ মে) দুপুর ২ টার দিকে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামী হলো- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার
গোলবুনিয়া গ্রামের মৃত করম আলী সরদারের ছেলে মনির সরদার। দন্ডপ্রাপ্ত আসামীর স্ত্রী আতমলী উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের
নান্নু মৃধার মেয়ে মাহিনুর বেগম বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১৪ সালের ২০ অক্টোবর তার স্বামী মনির সরদারের বিরুদ্ধে একটি মামলা করে।

বাদী অভিযোগে জানা যায়, তার স্বামী ব্যবসা করার জন্য তার কাছে ২০১৪ সালের ১০ অক্টোবর সকাল ১০টায় বাদীর বাবার বাড়ীতে বসে এক লাখ টাকা যৌতুক দাবী করে। বাদী যৌতুক দিতে অস্বীকার করলে স্বামী তাকে পিটিয়ে আহত করে।

বাদী বলেন, আমি বহুবার কাছে যেতে চেয়েছি। তিনি আমাকে গ্রহন করেননি।

দন্ডপ্রাপ্ত আসামী বলেন, আমাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। আমি উচ্চ আদালতে যাবো।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)