রাজাপুর থানার ওসি ও র‌্যাব-৮-এর ডিএডিসহ ৩ জনকে শোকজ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:০০ পিএম, ৯ মে ২০১৯

রাজাপুর থানার ওসি ও র‌্যাব-৮-এর ডিএডিসহ ৩ জনকে শোকজরাজাপুর থানার ওসি জাহিদ হোসেনসহ তিনজনকে শোকজ করেছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আনিছুজ্জামান। বাকি দু’জন হলেন র‌্যাব-৮-এর ডিএডি আনোয়ারুল ইসলাম ও রাজাপুর থানার এসআই ফিরোজ আলম।

মঙ্গলবার (৭ মে) ওই তিনজন আদালতে হাজির হলে আদালত তাদের কাছে রাজাপুর থানার জিআর ৭৯/১৯ মামলার বিভিন্ন ত্রুটি সম্পর্কে জানতে চান। এ সময় তারা আদালতে সঠিক ব্যাখ্যা দিতে না পাড়ায় আদালত তাদের ভর্ৎসনা করেন এবং আগামী ২৯ মে পুনরায় আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলেন।

মামলা সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল বিকাল সাড়ে পাঁচটায় বরিশাল র‌্যাব-৮-এর ডিএডি মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি টহল টিম রাজাপুর মেডিকেল মোড় এলাকা থেকে ১৩১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতিকুল ইসলাম বাবু নামে এক যুবককে আটক করেন। আটকের ২০ ঘণ্টা পর ৯ এপ্রিল দুপুর দেড়টায় ডিএডি আনোয়ারুল ইসলাম রাজাপুর থানায় নয়জনের নামে একটি এজাহার দায়ের করেন এবং আসামি আতিকুল ইসলামকে থানা পুলিশে হস্তান্তর করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)