চিংড়ির রেনুসহ আটক ৬ জনের জরিমানা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ৯ মার্চ ২০১৮

চিংড়িসহ আটক ৬ জেলেঅনলাইন ডেস্কঃ
বরিশালে দু’টি ট্রলারবোঝাই ছয় লাখ পিস বাগদা চিংড়ির রেনু জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় রেনু পোনা পাচারের সঙ্গে জড়িত থাকায় আটক ছয়জনকে আটক করে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৯ মার্চ) সকালে মৎস বিভাগের সহায়তায় দক্ষিণ জোন কোস্টগার্ডের জাহাজ সিজিএস বগুড়ার সদস্যরা বরিশালের সদর উপজেলার নেহালগঞ্জ ফেরিঘাট এলাকায় কালাবদর নদীতে এ অভিযান পরিচালানা করে।

বরিশাল সদর উপজেলা মৎস কর্মকর্তা সঞ্জিব সন্ন্যামত জানান, মৎস্য বিভাগের আইন অনুসারে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন আটক ব্যক্তিদের প্রত্যেকে ৪ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, ট্রলার দু’টি জব্দ ও বাগদা রেনুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)