আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হাত ভাঙ্গার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ৯ মার্চ ২০১৮

আহত স্ত্রীঅনলাইন ডেস্কঃ
আমতলীতে পরকীয়ার প্রতিবাদ করায় দু’সন্তানের জননীর পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন স্বামী হেলাল তালুকদার। গুরুতর আহত আনোয়ারা বেগমকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানাগেছে, বরগুনার আমতলীর ছুরিকাটা গ্রামের লাল মিয়া হাওলাদারের মেয়ের সাথে ২০০২ সালে সেকান্দারখালী গ্রামের চাঁন মিয়া তালুকদারের ছেলে হেলাল তালুকদারের বিয়ে হয়। এরপর তাদের সংসারে আসে দুটি সন্তান। দাম্পত্য জীবন তাদের ভালোই কাটছিল। কিন্তু তিন বছর আগে হেলাল তালুকদার পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

গত মঙ্গলবার সকালে স্ত্রী আনোয়ারা বেগম ছোট ছেলেকে নিয়ে স্কুলে যান। সেখান থেকে ফিরে এসে স্বামী হেলাল তালুকদারকে মোবাইল ফোনে এক মেয়ের সাথে কথা বলতে দেখেন। এ সময় আনোয়ারা বেগম প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে হেলাল তালুকদার স্ত্রীকে ঘরের মধ্যে আটকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে কিন্তু স্বামী হেলাল তালুকদার ঘরের দরজা জানালা বন্ধ করে নির্যাতন করতে থাকে।

একপর্যায় স্ত্রী আনোয়ারা বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় আহত স্ত্রীকে ঘরের মধ্যে রেখে তালা দিয়ে স্বামী হেলাল তালুকদার অন্যত্র চলে যায়। আনোয়ারাকে মারধরের খবর প্রতিবেশীরা তার বাবার বাড়িতে জানালে স্বজনেরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)