বরিশালে টোল আদায় নিয়ে সহকারী কমিশনারের গড়ি চালককে মারধর, আটক ৩

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:১৪ এএম, ১৫ জুন ২০১৯

বরিশালে টোল আদায় নিয়ে সহকারী কমিশনারের গড়ি চালককে মারধর, আটক ৩বরিশালের বাবুগঞ্জ-মুলাদী রুটের মীরগঞ্জ ফেরি ও খেয়াঘাটে টোল আদায়কারীদের হামলা০য় মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়ি চালক গুরুতর আহত হয়েছে।

শুক্রবার বিকেলে মীরগঞ্জ ঘাটের পূর্বপ্রান্তে এই হামলার ঘটনায় পুলিশ জেলা পরিষদের কর্মচারীসহ ৩ জনকে আটক করেছে।

আহত গাড়ি চালকের নাম মো. শামীম। আটককৃতরা হলেন- মো. নাসির, মো. আব্বাস ও মো. আনিসুর রহমান।

মুলাদী থানার ওসি জিয়াউল হাসান জানান, সহকারী কমিশনারের গাড়ি চালক শামীম গাড়ি নিয়ে বরিশালের উদ্দেশ্যে মীরগঞ্জ ফেরিতে ওঠে। ফেরি দেরিতে ছাড়বে জানতে পেরে ফেরিতে গাড়ি রেখে খেয়াঘাটের দোকানে যায় সে। ফেরার সময় ফেরির গ্যাংওয়েতে চেয়ার টেবিল নিয়ে বসা জেলা পরিষদের নিয়োজিত টোল আদায়কারীরা তার কাছে ভাড়া দাবি করেন। এ সময় চালক নিজেকে সহকারী কমিশনারের গাড়ি চালক পরিচয় দেয়। এরপরও জেলা পরিষদ কর্মচারীরা ভাড়ার জন্য জোর করে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে জেলা পরিষদের লোকজন চালক শামীমকে মারধর করে।

খবর পেয়ে মুলদী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত শামীমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ সময় স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী চালককে মারধরের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন মুলাদী থানার ওসি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)