বরগুনার ইউপি সদস্য ধর্ষক টুটুল ধরাছোঁয়ার বাহিরে

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৯ জুন ২০১৯

বরগুনার ইউপি সদস্য ধর্ষক টুটুল ধরাছোঁয়ার বাহিরে
১৩ বছরের এক গৃহকর্মীকে ধর্ষনের পর অন্তঃসত্ত্বা হওয়ায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করার পরও আসামী তরিকুল ইসলাম টুটুলকে এখনো গ্রেফতার করতে পারেনি বরগুনা থানা পুলিশ।

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় ধর্ষিতা মেয়েটি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এরআগে রোববার (৯ জুন) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় রাত ১১টার দিকে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত তরিকুল ইসলাম টুটুল বরগুনা সদর উপজেলার তিন নম্বর ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার)। তিনি ৫ বার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বর্তমানেও দায়িত্বে রয়েছেন।

ধর্ষণের শিকার ওই কিশোরী অভিযুক্ত ইউপি সদস্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান জানান, ধর্ষিতা মেয়েটিকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার আগে কিছু বোঝা যাচ্ছেনা। তাছাড়া মেয়েটি বর্তমানে অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, আসামিকে গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)