স্বামীর দেয়া আগুনে দগ্ধ সেই স্ত্রী শাজেনূরের ইন্তেকাল

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ২০ জুন ২০১৯

স্বামীর দেয়া আগুনে দগ্ধ সেই স্ত্রী শাজেনূরের ইন্তেকাল
পাথরঘাটায় সাবেক স্বামীর দেয়া আগুনে দগ্ধ হওয়া গৃহবধূ শাজেনূর বেগম (৩০) মারা গেছেন।

আজ সকাল ৯ টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে আগুনে পুড়ে ঘটনাস্থলে সাজেনুরের মেয়ে কারিমা মারা গেছেন।

শাজেনূর বেগমের পরিবার সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাজেনূরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। শাজেনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঐদিন ১৪ জুন তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য পারিবারিক কলহের জের ধরে গত ১৩ জুন গভীর রাতে মা ও সৎ মেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সাবেক স্বামী বেলাল হোসেন। এ ঘটনায় মেয়ে সখিনা আক্তার কারিমা (১০) ঘটনাস্থলে নিহত হয় এবং স্ত্রী শাজেনূর বেগম (৩০) পুড়ে ৭০ ভাগ দগ্ধ হয়েছিলেন । সাজেনূর উপজেলার রুহিতা গ্রামের আব্দুল মালেকের মেয়ে। এই ঘটনার পর ঐদিন সকালে সাবেক স্বামী বেলাল হোসেনও (৩৫) আমগাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)