তালতলীতে স্কুলছাত্রীর ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারন!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৫২ এএম, ২৫ জুন ২০১৯

এই ছবিটি প্রতিকীতালতলীতে স্কুলছাত্রীর ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। দফতরি কর্তৃক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রোববার (২৩ জুন) রাতে স্থানীয় ইউপি সদস্য মাইনুদ্দিনের নেতৃত্বে এক সালিশে এ টাকা ধার্য করা হয়।

জানা গেছে, উপজেলার হেলেঞ্চাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে কয়েকজন ছাত্রী স্কুলে আসে। তখন স্কুলের দফতরি হেলেঞ্চাবাড়ীয়া গ্রামের হারুন আকনের ছেলে মো. তানভীর হোসেন ৫ম শ্রেীণর এক ছাত্রীকে ডেকে স্কুলের একটি রুমে নিয়ে ধর্ষণ করে।

ঘটনাটি জানাজানি হলে ইউপি সদস্য মাইনুদ্দিন আহমেদের নেতৃত্বে শনিবার রাতে তার বাড়িতে বসে স্থানীয় মোফাজ্জাল শরীফ, জাকির হোসেন ও চান মিয়া হাওলাদার মিলে দফতরি মো. তানভীর হোসেনকে জুতাপেটা করে। একই সঙ্গে তাকে ৫০

হাজার টাকা জরিমানা করা হয়। রোববার ওই স্কুলছাত্রীর বাবা দফতরি তানভীর হোসেনের বিচারের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সিদ্দিক মাস্টার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)