রাজাপুরে গৃহবধূর ইজ্জতের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:০০ পিএম, ৪ জুলাই ২০১৯

এই ছবিটি প্রতিকীঝালকাঠির রাজাপুরে সালিশে গৃহবধূর ইজ্জতের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করেছে মাতব্বররা।

মঙ্গলবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরে ভিকটিম গৃহবধূ ও স্থানীয়রা জানায়, অনেক আগে থেকেই এলাকার দুই বখাটে সজিব ও রাজ্জাক রাস্তাঘাটে চলাফেরার সময় গৃহবধূকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছে। সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূ গোয়াল ঘরে গরু বাঁধতে যায়। এ সময় গোয়াল ঘরের পাশে ওতপেতে থাকা ওই দুই বখাটে গৃহবধূর মুখ চেপে ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ওই দুই বখাটের সহযোগিতায় অজ্ঞাত কয়েকজন লোক পাশেই দাঁড়িয়ে ছিল। এ ঘটনা এলাকার একটি প্রভাবশালী মহল ধামাচাপা দিতে ওই গৃহবধূকে বিচারের কথা বলে মঙ্গলবার রাতে সালিশে বসে। সালিশে তাকে ১০ হাজার টাকা চিকিৎসা বাবদ নিয়ে ঘটনাটি চেপে যেতে বলা হয়। সজিব উপজেলার নৈকাঠি গ্রামের হারুন-অর-রশিদের ছেলে ও রাজ্জাক মৃত ইয়াকুব আলীর ছেলে।

অভিযুক্ত রাজ্জাক অভিযোগ অস্বীকার করে জানায়, সমাজে হেয়প্রতিপন্ন করতে একটি মহল আমার নামে মিথ্যা রটাচ্ছে। অভিযুক্ত সজিব অভিযোগ অস্বীকার করে জানায়, এ রকম কোনো ঘটনাই ঘটেনি।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, ভিকটিমের কাছ থেকে ঘটনাটি শুনছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)