ভারতীয় ৫১৯ জেলেকে ফেরত পাঠানো হবে: কোস্টগার্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:০০ পিএম, ৮ জুলাই ২০১৯

ছবিঃ সংগ্রহীতবঙ্গোপসাগরে তীব্র বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে দিক বিভ্রান্ত হয়ে ৩২টি ভারতীয় মাছ ধরার ট্রলার ৫১৯ জন জেলেসহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

রোববার (০৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার এম হামিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা জেলের এখন পটুয়াখালীর অদূরে পায়রা বন্দরের কাছে (রাবনাবাদ চ্যানেল) আশ্রয় নিয়েছে। ট্রলারগুলো বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর নজরদারিতে রয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলাদেশের জলসীমায় আশ্রয় নেওয়া ভারতীয় মাছ ধরা ট্রলারগুলো ও জেলেরা নিরাপদে রয়েছে। আবহাওয়া অনুকূলে এলে ট্রলারগুলোকে ভারতীয় জলসীমায় পাঠানো হবে।

দুই দেশের কোস্টগার্ডের সমঝোতা স্মারকের আলোকে ইতিমধ্যে বিষয়টি ভারতীয় কোস্টগার্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, ট্রলারে থাকা জেলেদের অধিকাংশের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগণা এলাকায়।(সূত্রঃ বাংলানিউজ২৪.কম)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)