পরিচয় গোপন করেও পুলিশের কাছে ধরা খেলেন মাদক ব্যাবসায়ী সোহাগ কর্মকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১০ জুলাই ২০১৯ | আপডেট: ১১:২৮ পিএম, ১০ জুলাই ২০১৯

আটক সোহাগ কর্মকার
বরগুনা পাথরঘাটার চিহ্নিত মাদক সেবনসহ ব্যাবসায়ী সোহাগ কর্মকারকে আটক করেছে পুলিশ।

গতকাল রাত ৮টার দিকে তাকে পাথরঘাটা পৌর এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় । বর্তমানে তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
---
নিজের পরিচয় গোপন করে নিজেকে বড় ভাই দাবি করেন এবং বড় ভাইকে ছোটভাই হিসেবে পরিচয় করিয়ে দেন।

এরপরও পাথরঘাটা থানার পুলিশের হাতকড়া থেকে রক্ষা হয়নি মাদক ব্যবসায়ী সোহাগের।
---
পাথরঘাটা থানা পুলিশের সুত্রে জানা যায়
চিহ্নিত মাদক সেবী ও মাদক মামলার আসামী দায়রা নং- ১৯৫/১৯ এবং জিআর নং- ২৭১/১৭ (পাথর) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ১। সোহাগ কর্মকার ( ২৮) , পিতা-মৃতঃপুলিণ কর্মকার, সাং-১নং ওর্য়াড, পাথরঘাটা পৌরসভা (বাজার), থানা-পাথরঘাটা,জেলা-বরগুনাকে ASI-আরিফুল ইসলাম সংর্গীয় ফোর্স সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপার্দ করেন। তাকে গ্রেফতারের পর গ্রেফতার এড়ানোর জন্য নিজের পরিচয় গোপন করে তাহার আপন
ভাইয়ের নাম বলেন এবং চেহারায় মিল থাকায় নিজের পরিবর্তে উক্ত ভাইয়ের ID কার্ড দেখান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)