পাথরঘাটা টু মঠবাড়িয়া দুই থানার মাঝখানে ভাঙা পোল-ভোগান্তি শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৫৮ এএম, ২৬ জুলাই ২০১৯

দুর্ভোগ

বরগুনা বামনা উপজেলার হোগলপাতি – পিরোজপুর মঠবাড়িয়াটিয়া উপজেলার টিয়ারখালী দুই উপজেলার মাঝখানে একটি খালে রয়েছে পাশাপাশি দুইটি পাকা লোহারপোল, তার কাছেই রয়েছে পশ্চিম হোগলপাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিদিন ঐ পাকাপোল থেকে শিক্ষার্থী সহ প্রায় এক থেকে দেরহাজার সাধারন মানুষের আসাযাওয়া করতে হয়।গত তিন বছর আগে পাকাপোল দুইটি বেঙ্গেযায়,তার পরে এপর্যন্ত কোন মেরামত বা সংস্কার করা হয়নি।

স্থানীয় জনসাধারনের আসাযাওয়া করার কোন ব্যবস্থা নেই।দুই উপজেলার জনসাধারনের দাবি যত দ্রত সম্বব পাকাপোল দুইটির মেরামত সংস্কারকাজ করার আবেদন জানিয়েছেন তারা। এব্যাপারে স্থানীয় ইয়পি মেম্বর মোহাম্মাদ গোলাম নাসির বলেন-আমি স্থানীয় সংসদ সদস্য সওকত হানুররহমান রিমন এমপিকে সহ ইউপি চেয়ারম্যান মোহম্মদ মিজনুররহমান মিজানকে বলেছি কিন্তু কোন পতিকার পাইনি।

এব্যাপারে পশ্চিম হোগলপাতি-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন- আমার স্কুলের ছোট শিক্ষার্থীদের আসাযাওয়া করতে খুবই অসুবিধা, কয়েকজন শিক্ষার্থী দূরঘটনার শিকার হয়েছে।আমার সরকারের কাছে আবেদন যত দ্রত সম্বব সংস্কার করা হউক।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)