সমুদ্র উত্তাল পাথরঘাটার শতাধিক ট্রলার নিরাপদ আশ্রয়ে

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ৩১ জুলাই ২০১৯ | আপডেট: ১২:২৬ পিএম, ৩১ জুলাই ২০১৯

সমুদ্র উত্তাল, পাথরঘাটার নিরাপদ আশ্রয়ে শতাধিক ট্রলার
বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় শতশত মাছ ধরার ট্রলার নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। দেশের বৃহত্তম মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারের প্রবেশদ্বার বিশখালী নদীর মোহনায় এদের নোঙ্গর করে রাখতে দেখা যায়।

৬৫ দিনের নিষেধাজ্ঞার পর সমুদ্রে মাছ শিকারে গিয়ে জেলেরা বৈরী আবহাওয়ার সম্মুখীন হলে পুনঃরায় ঘাটে ফিরে আসে বলে জানান বাংলাদেশ মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। গভীর সমুদ্রে প্রচুর ইলিশ মাছ থাকায় দু’ এক দিনের মধ্যেই জেলেরা সাগরে ফিরে যাবে বলেও জানান তিনি।

পাথরঘাটার জেলে কালাম খাঁ জানিয়েছেন ২৪ জুলাই গভীর রাতে মাছ শিকারের উদ্দেশ্য সাগরে রওয়ানা দিয়ে যাই। সাগরে ৫ দিন অবস্থান করে আবহাওয়া খারাপ হওয়ায় ঘাটে ফিরে এসেছি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ও মৌসুমী বায়ুর তারতম্যের কারনে দেশের সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)