খুলনায় ভয়ংকর রুপ নিচ্ছে ডেঙ্গু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৫১ পিএম, ৪ আগস্ট ২০১৯ | আপডেট: ০১:৩৯ পিএম, ৪ আগস্ট ২০১৯

ছবিঃ সংগ্রহীতহাসান শাহরিয়ার, খুলনাঃ
ডেঙ্গু এখন একটি আতঙ্কের নাম, যা কিনা এখন সারা দেশে ছড়িয়ে পরছে বিদ্যুৎ গতিতে৷ খুলনা জেলায়াও এর ব্যাতিক্রম নয়। জ্বর দিয়ে শুরু, মাথা ব্যাথা, চোখের ভিতরে ব্যাথাসহ বিভিন্ন লক্ষন নিয়ে হাজির হয় এই রোগ। এডিস মশা এই রোগের বাহক৷

খুলনা বিভাগের ১০ জেলাতে ছড়িয়ে পড়েছে এই ডেঙ্গুজ্বর, তার মধ্যে সবার উপরে আছে যশোর জেলা,দ্বিতীয় অবস্থানে খুলনা জেলা, এছাড়াও কুষ্টিয়া, সাতক্ষিরা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুরেও রয়েছে ডেঙ্গুর বিশেষ প্রভাব।

ডেঙ্গু আতংকের জন্য বাতিল করা হয়েছে হাসপাতালে চাকরিরত সকলের ছুটি, যারা ট্রেনিং এ আছেন,তাদেরকেও ফিরতে বলা হয়েছে নিজ কর্মস্থলে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের হিসেব মতে এখন প্রযন্ত খুলনায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২জন। জানুয়ারি থেকে এখন প্রযন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৮ জন৷ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২২৪ জন৷

এই রোগের প্রতিকার ও প্রতিরোধের জন্য নগরীতে নেয়া হয়েছে নানান কর্মসূচি, তার মধ্যে রয়েছে মশক নিধন, লিফলেট বিলি সহ বিভিন্ন কার্যক্রম৷ ডেঙ্গু মোকাবেলায় খুলনা সিটি কর্পোরেশন, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারী সংস্থা আলাদা আলাদা ভাবে উদ্যোগ নিয়েছে৷

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)