পাথরঘাটায় বাল্যবিবাহের আপরাধে বরের বাবা ও কনের বাবাকে জরিমানা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৪ আগস্ট ২০১৯

পাথরঘাটায় বাল্যবিবাহের আপরাধে বরের বাবা ও কনের বাবাকে জরিমানা
বরগুনার পাথরঘাটা উপজেলায় বাল্যবিবাহ দেয়ার সময় বর ও কনের বাবাকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বরের বাবাকে ২০ হাজার টাকা ও কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্ব্যহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমাযুন কবির।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের দুলাল কাজীর মেয়ে মারিয়ার (১২) সাথে পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের দেলোয়ার মুন্সির ছেলে মো. হেলালের (১৮) সাথে বিবাহ চলছিল। এমন সময় স্থানীয় ইউপি সদস্য শাহজামাল বিযয়টি অবহিত করলে আমার কার্যালয়ে ডেকে এনে সত্যতা পেয়ে বরের বাবাকে ২০ হাজার টাকা ও কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, বর ও কনের বয়স কম হওয়ায় তাদের কাছ থেকে মুচলেক নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তাছাড়া বয়স না হওযা পর্যন্ত বিবাহ দিতে পারবেনা বলে হুশিয়ারি করে দেয়া হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)