কলাপাড়ায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৮ আগস্ট ২০১৯

কলাপাড়ায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন / ছবিঃ সংগ্রহীতপটুয়াখালীর কলাপাড়ায় দুইটি বিদ্যালয়ের দুই সহকারি শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্ষুদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে পৃথক পৃথক মানববন্ধন করেছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদুরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পৃথক দু’টি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ওই দুই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রকাশ্য দিবালোকে স্কুলের সীমানায় প্রবেশ করে শিক্ষার্থীদের সামনে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান।

বাদুরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাচ্চু হাওলাদার জানান, গত ২৬ আগষ্ট সোমবার বিদ্যালয়ে পাঠদান চলাকালীন স্থানীয় দুলাল হাওলাদার তাকে স্কুল মাঠে ডেকে নিয়ে গলাগালি করেন। কোন কিছু বুঝে ওঠার আগেই তার উপর অতর্কিত হামলা চালায়। পাশ্ববর্তী ইটবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মাহমুদ খবর শুনে বিদ্যালয়ে এলে উত্তেজিত হামলাকারীরা তার উপরও হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
ইটবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মাহমুদ জানান, পাশ্ববর্তী স্কুলে শিক্ষকের উপর হামলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এসময় উত্তেজিত হামলাকারীরা আমার উপরও হামলা চালায়। বর্তমানে সে বরিশালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

অভিযুক্ত দুলাল হাওলাদার জানান, এঘটনা সম্পূর্ণ মিথ্যা। তবে পারিবারিক জমিজমা সক্রান্ত বিষয় নিয়ে স্কুল আঙ্গিনার বাহিরে একটু ঝামেলা হয়েছে। এটা কোন রাজনৈতিক ঘটনা নয় সম্পূর্ণ পারিবারিক ঘটনা।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো.জহির উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।

কলাপাড়ার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল গিয়ে স্কুল বন্ধ করে দিয়ে হামলার শিকার ওই শিক্ষকদের নিয়ে আসেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)