জমি নিয়ে বিরোধ পাথরঘাটায় প্রতিপক্ষের হামলায় আহত ১

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ০১:৩১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯

আহত মোস্তফাবরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জের ধরে মোস্তফা নামের একজনের মাথা পিটিয়ে ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে গুরুতর অবস্থায় পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিন কুপধন গ্রামে এঘটনা ঘটে।

আহত মোস্তফা (৫০) ওই গ্রামের মো. আতাহার আলীর ছেলে।

আহত মোস্তফা কান্নজরিত কন্ঠে পাথরঘাটা নিউজকে জানান, আমার বাড়ির পাশে সোনাববরের সাথে ৫৭ শতাংশ জমি নিয়ে আগে থেকেই মামলা চলে আসছিল। এর জেরধরে গতকাল সকালে আমি আমার জমিতে ধানের চারা রোপন করতে যাওয়ার পথে আবুসালেহ ও তার বাবা মোনাব্বর কচা (বড় লাঠি) দিয়ে বেধম পিটিয়ে মাথায় গুরুতর আঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে অভিযুক্ত আবুসালেহ আস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর করিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে পাথরঘাটা নিউজকে বলেন, তাদের মধ্যে পারিবারিক দন্ধের কারনে মারধরের ঘটান ঘটেছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন পাথরঘাটা নিউজকে জানান, এখন পর্যন এরকম কোনঘটনার কথা শুনিনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)