তালতলীতে সড়ক দূর্ঘটনায় এএসআই নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯

নিহত এএসআই আবুল হাসানতালতলীতে নিজ মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে নিহত হয়েছেন আবুল হাসান নামের এক পুলিশ কর্মকর্তা। তিনি তালতলী থানায় উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি দূর্ঘটনার শিকার হন।

তালতলী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম বলেন,’এএসআই আবুল হাসান সরকারি কাজে থানা থেকে বের হয়েছিলেন । তিনি মোটর সাইকেল চালিয়ে তালতলীর কচুপাতরা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনায় পড়েন।’

সূত্র জানায়, এএসআই আবুল হাসান বেলা পৌনে পাঁচটার দিকে আমতলী-তালতলী সড়কে মনির পেয়াদার দোকানের সামনে দূর্ঘটনার শিকার হন। মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় মোটর সাইকেলটি উল্টে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। আবুল হাসানের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।

দূর্ঘটনার খবর পেয়ে তালতলী থানার পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে। তারা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বরগুনা জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া শেষ হলে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সহকর্মীরা জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)