পাথরঘাটায় কিশোর, ও কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযানে শতাধিক আটক

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ০৫:৪৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯

পাথরঘাটায় কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ পুলিশের বিশেষ অভিযানে শতাধিক আটক
বরগুনার পাথরঘাটায় রাতে বখাটের উৎপাত এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা বন্ধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান করেছে পুলিশ। গত এক সপ্তাহে এ অভিযানে প্রায় শতাধিক কিশোরকে আটক করে মুচলেখা নিয়ে অভিভাবকদের হাত হস্তান্তর করে পুলিশ।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রতিদিন এ অভিযান। উপজেলার সব কয়টি ইউনিয়ন সহ পৌর শহরের নতুন বাজার ব্রিজ, তালতলাবাস টার্মিনাল, স্টোডিয়াম এলাকা, কলেজ এলাকা, পাইকপাড়া, নতুন বাজার, বড় বাজার, ও শহরের বিভিন্ন ওলি গলিতে এই অভিযান চালায় পুলিশ।

কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ করা ও শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে রাখার জন্যই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন।

তিনি আরো জানানএ অভিযান অব্যহত থাকবে। অভিযানে কিশোরদেরকে আটকের পর অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও নিয়মিত স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত কাউন্সিলিং করা হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)