পাথরঘাটায় ১২ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ১

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৯

প্যরাডাইস ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবরগুনার পাথরঘাটায় ১২ ফর্মেসীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃধবার (২৩ আক্টাবর) বেলা ১১ টা থেকে ২টা পর্যন্ত নির্বহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির চরদুয়ানী বাজারে ভ্রাম্যমান আদালতে তিনি এ জরিমানা করেন।

এসময় গ্রাম ডাক্তার আব্দুল্লাহ মো. তারেককে ৩০ হাজার, ডিপ্লোমা ডাক্তার সোহাগ বাদশাকে ২০ হাজার, ফার্মেসী মালিক কিশোরকে ৫ হাজার, নির্মল মিস্ত্রিকে ১০ হাজার, শাহিন আলকে ২০ হাজার, গোলাম সরোয়ারকে ১০ হাজার, প্রশান্তকে ১০ হাজার, দুলালকে ১০ হাজার, জাকিরকে ১০ হাজার, বিটুলকে ১০ হাজার, গোলাম কবিরকে ৫ হাহার, হায়দারকে ৫ হাজার ও মামুন মিয়াকে ১০ হাজার টাকা করে মোট ১লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেন এবং প্যরাডাইস ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেয়া হয়।

উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, উপজেলার চরদুয়ানী বাজারে অভিযান চালিয়ে ১২ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জনিমানা ও প্যরাডাইস ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেয়া হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)