পাথরঘাটায় কমিনিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ | আপডেট: ১১:১৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৯


বরগুনার পাথরঘাটায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টার সময় পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নিচে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. জাবির হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিক, বরগুনা জেলা পরিষদের সদস্য ও মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন সহিদ, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন, তদন্ত অফিসার সাইদুর রহমান, ও পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)