মঠবাড়িয়ায় মাদরাসা ছাত্রকে মারধর করে টাকা ছিনতাই, মামলা দায়ের

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৯

আহত মাদরাসা ছাত্র সাকিব হাওলাদারমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাকিব হাওলাদার (১৮) নামের এক মাদরাসা ছাত্রকে মারধর করে এক লাখ টাকা ছিনতাই করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। সাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনায় বুধবার (৩০ অক্টোবর) রাতে আহত মাদ্রাসা ছাত্রের বাবা ফারুক হাওলাদার বাদী হয়ে ৩জন নামীয় ও ২ থেকে ৩জনকে অজ্ঞাত আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাকিব উপজেলার ছোট শিংগা সুলতান মৃধা বাড়ি দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র ও ফারুক হাওলাদা ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার দুপুরে পূর্ব সেনের টিকিকাটা গ্রামের এক প্রতিবেশীর কাছ থেকে গরু বিক্রির এক লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে জনৈক বারেক হাওলাদার বাড়ির সামনে সড়কে পৌঁছা মাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামী রিপন, জাকির হোসেন ও আব্দুল্লাহসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে মাদ্রাসা ছাত্র সাকিবকে পাথরের খোয়া ও লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর জখম করে। মারধরে সাকিব মাটিতে লুটিয়ে পড়লে আসামীরা তার কাছে থাকা এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জা. মাসুদুজ্জামান মামলার সত্যতা স্বীকার করে জানান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)