মঠবাড়িয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে মামা-ভাগ্নের বিরুদ্ধে মামলা, মামা গ্রেফতার

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৮ নভেম্বর ২০১৯

আটক মঞ্জু ওরফে কানা মঞ্জুমোঃ মনির আকন ,মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় অটো চালকের কিশোরী মেয়েকে (১৭) মামা ও ভাগ্নে মিলে গণধর্ষণের অভিযোগে মামা মঞ্জু ওরফে কানা মঞ্জু (৩৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার রাতে উপজেলা লক্ষনা গ্রাম থেকে মঞ্জুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মঞ্জু উপজেলার লক্ষনা গ্রামের রত্তনের ছেলে।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় ওই ধর্ষিতা কিশোরীর বাবা ইউসুব সিকদার আজ বুধবার রাতে প্রতিবেশী কবির ওরোফে জামাই কবিরের ছেলে কালু (১৯) ও কালুর মামা কানা মঞ্জু (৩৪) কে আসামী করে গণধর্ষণের মামলা দায়ের করে।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা বাড়ির পাশে গোয়ালঘরে গরুর খাবার দিতে গেলে প্রতিবেশী কালু ও কালুর মামা মঞ্জু রান্না ঘরে ওই কিশোরীকে একা পেয়ে আসামীরা মুখ চেপে ধরে পালাক্রমে গণধর্ষণ করে। এ সময় ওই ধর্ষিতা কিশোরী ডাক চিৎকার দিলে আসামীরা ধর্ষিতাকে ফেলে পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান গণধর্ষণ মামলার আসামী মঞ্জুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত অন্য আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ধর্ষিতা কিশোরীকে বৃহস্পতিবার সকালে জেলা সিভিলসার্জন কার্যালয়ে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)