মঠবাড়িয়ায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্টের তাবু বিতরণ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯

রেডক্রিসেন্টমঠবাড়িয়া প্রতিনিধিঃ
রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

শনিবার ১৪ ডিসেম্ব) সকালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোয় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১১ ইউনিয়নের বলেশ্বর নদ তীরবর্তী ৫ টি ইউনিয়নের বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ ১শ’টি পরিবারের মাঝে তারপলিন ও তাবু বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র প্রোগ্রাম অফিসার শরীফ খান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা ডেপুটি টিম লিডার ইকবাল হোসেন, ইউপি সদস্য ও সিপিপি আফজাল বেপারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খান প্রমূখ।

বিতরণ অনুষ্ঠানের জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, সরকার সঠিক সময়ে সঠিক বার্তা দিয়ে মানুষকে নিরাপাদে সরিয়ে নিয়েছেন। এজন্য ঝড়ে বড় ধরনের কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। সামাজিক ভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত জনোগোষ্ঠির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)