পাথরঘাটায় অগ্নিকাণ্ডে করাতকলের ঘর পুরে ছাই, দেড় লাখ টাকার ক্ষতি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৯:৫৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯

পাথরঘাটায় আগুনে ঘর পুড়ে ছাই
বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১টি করাত কলের (স্ব-মিল) ঘর পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত করাত কলের মালিক আব্দুস ছাল্ম হাওলাদার। তবে কিভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা সম্বব হয়নি।

রোববার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকের উপজেলার কালমেঘা ইউনিয়নের সুশিলাঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস থেকে পাথরঘাটা নিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, স্থানীয়রা আগুন দেখে পাথরঘাটা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে করাতকলে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্য মো. সিদ্দিকুর রহমান ও কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে লেগেছে। খবর পাওয়ার পরেই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)