পাথরঘাটায় বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে পুস্প অর্পন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:২১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৯

ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করছেন পাথরঘাটা থানা পুলিশমহা বিজয় দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচী গ্রহন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্তস্তবক অর্পনের মধ্যে দিয়ে কর্মসুচী শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, আনসার বাহিনী, উপজেলা আওয়ামিলীগ ও পাথরঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলাআওয়ামিলীগের সাধারন সম্পাদক জাবির হোসেন, পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদসহ বিভিন্ন পেশাজীবির মানুষেরা।

পরে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এসময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সকালে পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শিশূ কিশোরদের অংশ গ্রহনে কুজকাওয়াজ ও জাতীয় পতাকাকে সালাম প্রদান করা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)