দক্ষিণ কোরিয়ার বাংলাদেশী প্রবাসীদের “মিটাপ” অনুষ্ঠিত

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯

দক্ষিণ কোরিয়ার বাংলাদেশী প্রবাসীদের “মিটাপ” অনুষ্ঠিত
দক্ষিন কোরিয়ার বুসানের, ইয়াংসান ফরেনার্স সাপোর্ট সেন্টারে “নিজের বলার মত একটা গল্প গ্রুপের মিটাপ” অনুষ্ঠিত হয়েছে।

আজ (রবিবার) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা প্রযন্ত দক্ষিন কোরিয়ার বুসানের, ইয়াংসান ফরেনার্স সাপোর্ট সেন্টারে চলে মিটাপ প্রোগ্রাম।

দক্ষিণ কোরিয়া কান্ট্রি এম্বাসাডের, সৈয়দ এম.নাঈম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খান গ্রুপ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মামুন খান, বিশেষ অতিথি ছিলেন সবার আস্থা ট্রেডিং এর ব্যাবস্থপনা পরিচালক জনাব সাইফুল ইসলাম সাইফ, বিশিষ্ট সমাজ সেবক তসলিম হোসেন ও সচাং বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক মো আব্দুল রাজ্জাক ।

মিটাপে গ্রুপের সদস্যদের নিয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ স্যার এর ভূয়সী প্রশংসা করা হয় এতে। সুন্দর একটা প্লাটফর্ম এর জন্য আজ সারা দেশের লোক এক হয়ে ভাল মানুষ ও উদ্দ্যক্তা হওয়ার জন্য কাজ করছে বলেও জানান উপস্থিত প্রবাসীরা।

এতে উপস্থাপনা করেন গ্রুপের সিনিয়র সদস্য মো. সিরাজুল ইসলাম সুজন, সেচ্ছাসেবক হিসেবে সার্বিকভাবে সহযোগিতা করেন মো সাদ্দাম হোসেন, মো. সাব্বির হোসেন, মো. নিজাম, মো. হাবিবুর রহমান ও মো. মিজান।

দক্ষিণ কোরিয়ার বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা উক্ত মিটাপে উপস্থিত ছিলেন। এতে মিটাপের তরুণ উদ্দ্যক্তারা তাদের স্বপ্ন ব্যাক্ত করেন।

এছাড়াও আগামী ৪ জানুয়ারী “নিজের বলার মত একটা গল্প” গ্রুপের মহা সমাবেশের সফলতা কামনা ও টিকিট কনফার্ম করা হয় এ মিটাপে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)