পাথরঘাটায় নিজেকে নির্দোষ দাবি করে প্রতিবাদ জানালেন সেই মাহামুদ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৯

পাথরঘাটায় নিজেকে নির্দোষ দাবি করে প্রতিবাদ জানালেন সেই মাহামুদের

বরগুনার পাথরঘাটায় আড়াই বছরের শিশু ও তার মাকে মারধরের ঘটনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ। রোববার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি জনান, পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের জামাল ও হাওয়ার দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ লেগেছিল। গত ২৭ নভেম্বর তাদের খোলা তালাকের মাধ্যমে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের কিছুদিনের পরেই জামাল আবার দ্বিতীয় বিবাহ করে ফের সংসার শুরু করেন। এর পরে গত ২০ ডিসেম্বর সন্ধার দিকে জামালের অনুপস্থিতিতে হাওয়া বেগম ঘরের তালা ভেঙ্গে আমার ভাড়া দেয়া ঘরে ওঠে। আমি খবর শুনে ওই ঘরের কাছে এসে ডাকাডাকি করলে আমাকে দা নিয়ে ধাওয়া শুরু করে এবং বলে আমি যদি চলে না যাই তবে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করবে বলে জানায়। সেই সময় সে ঘরের শো-কেজের গ্লাস দিয়ে মেয়ে জান্নাতিকে জবাই করবে বলে উদ্ব্যত হয়। তখন আমি নিরুপায় হয়ে পাথরঘাটা থানায় ফোন দিলে পুলিশ আসলে তাদেরও সে দা নিয়ে ধাওয়া করে। পরে পুলিশের এসআই জলিল দাও থানায় নিয়ে আসে। পরবর্তীতে আবার ওসিকে ফোন দিলে আরো পুলিশ পাঠিয়ে দিয়ে হাওয়া বেগমকে থানায় নিয়ে আসে।

মাহমুদ ওই সকল বিষয়ের সাথে জরিতনা এবং নিজেকে নির্দোষ দাবি করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)