আমতলীতে অগ্নিকান্ডে ৫ টি দোকান পুরে ছাই; কোটি টাকার ক্ষতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১১ জানুয়ারী ২০২০

অগ্নিকান্ডে
আমতলী পৌর শহরের কলেজ সড়কে বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি দোকান পুরে ছাই হয়ে গেছে। অগ্নি কান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে মেসার্স তাজ সুজ ঘড় থেকে আগুনের সূত্রপাত হয়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। আগুণ ধরার সঙ্গে সঙ্গে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এতে বিশ্বজিৎ সাহার বৃšদা লাইব্রেরীর ২৫ লাখ টাকার মালাল, মেসার্স তাজ সুজ ঘড়েরর সাইদুলের ২০ লাখ টাকার জুতাসহ অন্যান্য মালামাল, মুনা জুতা ঘড়ের প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের জুতাসহ অন্যান্য মালামাল , বাবা লোকনাথ ডেন্টাল এর মালিক প্রবির সরকারের ৫ লাখ টাকার মালাল এবং জুয়েল টেলিকমের কম্পিউটার ফটোকপিয়ার মেশিনসহ ৩ লাখ টাকার মালাল পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস স্থানীয় মানুষের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের এখন পথে বসার উপক্রম হয়েছে। অগ্নিকান্ডে খবর পেয়ে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,আমতলী পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো. মতিয়ার রহমান আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)