কিশোরগঞ্জের বাজিতপুর থেকে হারিয়ে যায় মঠবাড়িয়া থানা পুলিশ বাবার কাছে তুলে দিল হারিয়ে যাওয়া শিশুকে

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৩ জানুয়ারী ২০২০ | আপডেট: ০৬:২৮ পিএম, ২৩ জানুয়ারী ২০২০

হারিয়ে যাওয়া শিশু জুনায়েদমঠবাড়িয়া প্রতিনিধি :
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শিমুলতলা থেকে হারিয়ে যাওয়া মাতৃহারা ৮ বছরের শিশু জুনায়েদকে গত বুধবার রাতে তার বাবার কাছে তুলে দিয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ।

শিশু জুনায়েদ বাজিতপুর উপজেলার শিমুলতলা গ্রামের কৃষক মো. রিপন মিয়ার একমাত্র সন্তান।

ওই শিশুর মা তাসলিমা বেগম গত দুই বছর আগে একটি দূর্ঘটনায় মারা যায়। শিশুটি বাবা ও সৎ মায়ের কাছে থাকে।

জানাগেছে, গত ২০ দিন পূর্বে মাতৃহারা শিশু জুনায়েদ বাড়ির সামনে খেলছিল এ সময় তিন চার জন কিশোর তাকে ভালভাল খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে কিশোরগঞ্জ ভাগলপুর ট্রেন স্টেশন নিয়ে আসে। স্টেশনে শিশু জুনায়েদকে রেখে কিশোর ছেলে গুলো পালিয়ে যায়। পরে সে ট্রেনে উঠলে ট্রেন ছেড়ে দেয়। শিশু জুনায়েদ চলে আসে ঢাকায়। ঢাকার বিভিন্ন স্থানে কিছুদিন ঘোরাঘুরি একপর্যায়ে সদরঘাট থেকে স্ট্রীমারে উঠে গত রোববার মঠবাড়িয়ার বড়মাছুয়া স্ট্রীমার ঘাটে নামে। বড়মাছুয়া স্ট্রীমার ঘাটে বসে কান্নাকাটি করলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বড় মাছুয়া স্ট্রীমার ঘাট থেকে সোমবার সকালে শিশু জুনায়েদকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানা পুলিশ তার পরিবারকে অবহিত করে।

জুনায়েদের বাবা রিপন মিয়া জানান, শিশু জুনায়েদ হারিয়ে যাওয়ার পর এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, শিশুটিকে বুধবার রাতে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)