একুশে গ্রন্থমেলা নাসরীন গীতির ঘর-বসতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ৩ ফেব্রুয়ারী ২০২০

নাসরীন গীতির ঘর-বসতিবাংলাদেশে প্রতিবছর সৃজনশীল বইয়ের সিংহভাগ প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা থেকেই। জনপ্রিয় এবং পুরনো লেখকদের পাশাপাশি নতুন লেখকরাও প্রথাগতভাবে বইমেলাতেই তাদের বইটি প্রকাশ করেন।

“বাংলাদেশের নতুন লেখকদের কিছু প্রতিবন্ধকতাতো রয়েছে।সে সব বাধা পেরিয়ে পাঠকদের কাছে পৌছে দিতে এবারের অমর একুশে গ্রন্থমেলায় আসছে নাসরীন গীতির প্রথম কবিতার বই “ঘর বসতি”। গ্রন্থমেলার প্রথম দিন থেকেই তরফদার প্রকাশনী, ৩০৪ নম্বর স্টল- এ পাওয়া যাবে বইটি।

ঘর-বসতি বইটিতে উঠে এসেছে, স্বদেশ, প্রকৃতি, ভালবাসা আর দ্বন্দ্ব-সংঘাতের যাপিত জীবন,নারী, সমসাময়িক ভাবনা চিত্র। চলমান জীবন আছে সুখ-দুঃখ, আনন্দ -বেদনা নানা গল্প, যা কাব্যরসে বইটিতে লিপিবদ্ধ করা হয়েছে। মানুষের জীবন ধারায় সমাজ,রাষ্ট্রসহ যা যা উপাদান প্রয়োজন তার সবকিছুর সমন্বিত প্রয়াস এই কবিতাগুলোতে ফুটে উঠেছে।

নাসরীন গীতি, পুরো নাম নাসরীন বেগম,১ লা অক্টোবর ঢাকা টিকাটুলীতে জন্ম তার,পৈতিক বাড়ি সাহেবপ্রতাব, নরসিংদী, এম,এস, এস গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবৃত্তি ও মঞ্চ অভিনয় করা যার ছিলো শখ এখন পেশায় সাংবাদি তিনি স্বপ্ন দেখেন সুন্দর জাতি ও দেশ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)