পাথরঘাটার পর্যটনকেন্দ্র থেকে মৃত হরিণ উদ্ধার!

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ৮ ফেব্রুয়ারী ২০২০

এই ছবিটি প্রতিকীবরগুনা পাথরঘাটার সংরক্ষিত পর্যটন এলাকা হরিণঘাটা বনাঞ্চল থেকে হরিণের মরদেহ উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে। কী কারনে বনের হরিন মারা গেল তার উপযুক্ত কোন কারন কেউ জানাতে পারেনি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে পর্যটন কেন্দ্র হরিণঘাটা বনে মৃতদেহটি উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয় জেলেরা জানান, হরিণটির গরুর মত ফুট এন্ড মাউথ (স্থানীয় ভাষায় খুরা রোগ) রোগাক্রান্ত হতে পারে।

বন বিভাগের হরিণঘাটার বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী জানান, আমরা হরিণের একটি গলিত দেহ উদ্ধার করি ও দুপুরে পর ময়না তদন্ত ছারাই বনের মধ্যে মাটি চাপা দিই। মৃত হরিণটি পুরুষ প্রজাতির ছিল। কী করনে ফুটফুটে হরিণটি মারা গেছে তার কোন কারন জানা যায় নি। আমাদের ধারনা ২/১ দিন আগেই মারা গেছে।

বেড়াতে আসা পর্যটক মো. আফিফুর রহমান জানান, সকালে হরিণঘাটা বনের মধ্যে প্রবেশ করে পচাঁ গন্ধ পেয়েছেন।

পাথরঘাটা উপজেলা প্রানী সম্পদ কর্মকমর্তা অরবিন্দ দাস বলেন, বিভক্ত খুরার পবাদি পশুর এ রোগ হতে পারে কিন্তু হরিণের ক্ষেত্রে অস্বাভাবিক। তবে আতংকিত হয়ে মারা যাওয়া স্বাভাবিক।

পাথরঘাটা বন বিভাগের রেজ্ঞ কর্মকর্তা মে. মুনিরুল ইসলাম জানান, হরিণঘাটা একটি সংরক্ষিত বন, ষাটের দশক থেকে সেখানে হরিণ রয়েছে। ওই বনে এখন আনুমানিক দেড়শ হরিণ থাকতে পারে। বনে বাঘ বা হিস্র জন্তু নেই।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)