মঠবাড়িয়ায় শ্লীলতাহানীর উদেশ্যে শিক্ষিকাকে আক্রমন করায় যুবকের কারাদন্ড

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৭ ফেব্রুয়ারী ২০২০

দন্ড প্রাপ্ত যুবকমঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক শিক্ষিকাকে শ্লীলতাহানীর উদেশ্য আক্রমন করার দায়ে মিরাজ গাজী (২০) নামের এক যুবককে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস এ আদেশ দেন।

কারাদন্ড প্রাপ্ত মিরাজ গাজী উপজেলার ছোটশৌলা গ্রামের হানিফ গাজীর ছেলে।

ওই শিক্ষিকা জানান, রোববার উপজেলা সদরে ইউআরসি প্রশিক্ষন শেষে সন্ধ্যায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে ছোটশৌলা গ্রামে আসলে প্রতিবেশী মিরাজ গাজী শ্লীলতাহানীর উদেশ্য আক্রমন করে। সেখান থেকে দ্রুত বাড়িতে গিয়ে স্থানীয় ভগিরথপুর পুলিশ ফাড়িতে জানালে পুলিশ ওই মিরাজ গাজীকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতে মিরাজ গাজী তার দোষ স্বীকার করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)