মঠবাড়িয়ায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৬ ফেব্রুয়ারী ২০২০

পলাতক আসামীমঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ মাদক মামলায় ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাকাত বেল্লাল সরদার (৩৮) কে মঙ্গলবার রাতে গ্রেফতার করে। সে ডাকাতি ও মাদক মামলাসহ একাধিক মামলার আসামী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ডাকাত বেল্লাল উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামের শহীদ সরদারের ছেলে।

মঠবাড়িয়া থানার এ এসআই মাহাবুবুর রহমান জানায়, মঠবাড়িয়া থানায় ২০১৮ সালের জি আর ১৩৭/১৮ একটি মাদক মামলায় পিরোজপুর জেলা দায়রা জজ আদালত ১৯ আগস্ট ১৯’ আসামী বেল্লালকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। পলাতক সাজাপ্রপ্ত আসামী ডাকাত বেল্লালকে গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স রেজাউলকে নিয়ে মঙ্গলবার রাতে বরিশাল সদরঘাট থেকে গ্রেফতার করি।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আঃ হক জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাকাত বেল্লাল পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে ডাকাতি ও মাদক মামলাসহ একাধিক মামলার আসামী। তাকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)