৫৩ দেশে এখন করোনাভাইরাস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৮ ফেব্রুয়ারী ২০২০

ছবিঃ সংগ্রহীতচীন থেকে শুরু করে বিশ্বের আরো বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এ অবস্থায় করোনাভাইরাসের কারণে বৈশ্বিক মহামারী ঘটতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শেষ খবর পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

শুক্রবার নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, বেলারুশ ও লিথুয়ানিয়া- এই পাঁচ দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সন্ধানের কথা জানা গেছে।

অন্য দেশগুলো হলো- নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, বেলারুশ ও লিথুয়ানিয়াও নিজেদের দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার খবর নিশ্চিত করায় করোনাভাইরাসের থাবা এখনো থামেনি বলে আতঙ্কিত হয়ে পড়েছে বিশ্ববাসী।

দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা। বিশ্বের যেসব দেশে করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে তার মধ্যে রয়েছে- চীন- ৭৮ হাজার ৪৯৭ জন, আফগানিস্তান- ১ জন, আলজেরিয়া- ১ জন, অস্ট্রেলিয়া- ২৩ জন, অস্ট্রিয়া- ২ জন, বাহরাইন- ৩৩ জন, বেলারুশ- ১ জন, বেলজিয়াম- ১ জন, ব্রাজিল- ১ জন, কম্বোডিয়া- ১ জন, কানাডা- ১২ জন,  ক্রোয়েশিয়া- ৩ জন, ডেনমার্ক- ১ জন, মিশর- ১ জন, এস্তোনিয়া- ১ জন, ফিনল্যান্ড- ২ জন, ফ্রান্স- ৩৮ জন, জর্জিয়া- ১ জন, জার্মানি- ২৬ জন, গ্রিস- ৩ জন, ভারত- ৩ জন, ইরান- ২৪৮ জন, ইরাক- ৬ জন, ইসরায়েল- ৩ জন, ইতালি- ৬৫০ জন, জাপান- ৮৯৪ জন, কুয়েত- ৪৩ জন, লেবানন- ৩ জন, লিথুয়ানিয়া- ১ জন, মালয়েশিয়া- ২২ জন, নাইজেরিয়া- ১ জন, নেপাল- ১ জন, নেদারল্যান্ডস- ১ জন, নিউজিল্যান্ড- ১ জন, উত্তর মেসিডোনিয়া- ১ জন, নরওয়ে- ১ জন,
ওমান- ৪ জন, পাকিস্তান- ২ জন, ফিলিপাইন- ৩ জন, রোমানিয়া- ১ জন, রাশিয়া- ৫ জন, সিঙ্গাপুর- ৯৩ জন, দক্ষিণ কোরিয়া- ১ হাজার ৭৬৬ জন, স্পেন- ১৬ জন, শ্রীলঙ্কা- ১ জন, সুইডেন- ২ জন, সুইজারল্যান্ড- ৪ জন, তাইওয়ান- ৩২ জন, থাইল্যান্ড- ৪০ জন, সংযুক্ত আরব আমিরাত- ১৩ জন, যুক্তরাজ্য- ১৬ জন, মার্কিন যুক্তরাষ্ট্র- ৬০ জন ও ভিয়েতনাম- ১৬ জন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)