মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ৮ মার্চ ২০২০

ছবিঃ সংগ্রহীতমোঃ মনির আকন, মঠবাড়িয়া প্রতিনিধি:
‘প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়।

শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, জাতীয় মহিলা সংস্থার মঠবাড়িয়া শাখার চেয়ারম্যান অধ্যাপিকা শাহনেওয়াজ, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, ইউপি সদস্য মাহামুদা মুন্নি, রুবি সুলতানা, তথ্য কর্মকর্তা সালমা সুলতানা, রূপান্তরের মাঠ সমন্বয়কারি কোহিনুর বেগম, স্কুল শিক্ষার্থী মারিয়া জান্নাত, সুমনা আক্তার প্রমুখ।

এ উপলক্ষে উপজেলা চত্বরে ১৬, ১৭, ১৮ মার্চ তিন দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)