পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:২০ এএম, ১২ মার্চ ২০২০

ছবিঃ সংগ্রহীতপটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭জন।

১১ মার্চ সন্ধ্যায় উপজেলার গাবুয়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো, পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা কাশেম সিকদারের ছেলে মো. নুরুল ইসলাম (৬০) ও টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন তালুকদার ছেলে মো. কুট্টি তালুকদার (৪২) ।

আহতরা হলো, মো. খোকন (৩৫), মিরাজ (২৯), লামিয়া (২২), আল-আমীন (৩২), আরিফ (২০), আবদুর রাজ্জাক হাং (৫০), এস কান্দার বয়াতী (৫৫)।

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, সন্ধ্যায় বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ার পথে দ্রুত গতির একটি মাইক্রোবাস গাবুয়া স্ট্যান্ড এলাকায় দু’টি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার নয় যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল ও কুট্টিকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)