বামনায় হোম কোয়ারেন্টিন না মানায় ইতালি প্রবাসীকে জরিমানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৯ মার্চ ২০২০ | আপডেট: ০৫:০২ পিএম, ১৯ মার্চ ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনায় সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে ঘোরাফেরা করায় ইতালি প্রবাসী এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা তাকে এই অর্থদণ্ড প্রদান করেন।

জানা গেছে, কিছু দিন আগে ওই ব্যক্তি ইতালি থেকে দেশে ফেরেন। এরপর তাকে নিজ দায়িত্বে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি সরকারি নির্দেশনা উপেক্ষা করে নিয়মিত বাজারে ঘোরাফেরা করতেন। পরে উপজেলা প্রশাসন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং একই সঙ্গে তাকে আবারও সতর্ক করা হয়।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)